শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে: নাসির উদ্দিন এমপি
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৮:১৩ পিএম | অনলাইন সংস্করণ

ঝিকরগাছার ঐতিহ্যবাহী ও প্রাচীন নারীশিক্ষা বিদ্যাপীঠ পাইলট গার্লস উচ্চ বালিকা বিদ্যালয় এস এস সি'র ১৮৩ জন কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা ও বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় তলার সম্প্রসারিত ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। 

চৌগাছা-ঝিকরগাছা আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন এমপি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদের আলোকিত মানুষ হতে হবে। তিনি সরকারের ব্যাপক সাফল্য তুলে ধরে বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। কৃষি ও শিক্ষার ক্ষেত্রে আমরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছি। সেই সাফল্যের ধারায় ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি শিক্ষার্থীদের সাফল্যের এটি বড় অর্জন। তিনি বলেন দেশব্যাপী স্কুল কলেজ মাদ্রাসার ব্যাপক উন্নয়ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে হয়েছে শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল ল্যাবরেটরি করা হচ্ছে ডিজিটাল চিন্তা ধারায় সর্বক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে আমরা এগিয়ে যাচ্ছি। এখন আমরা ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। ডিজিটাল প্রযুক্তি ও পদ্ধতির ভালো-মন্দ দুটো দিক আছে শিক্ষার্থীদের মন্দটা পরিহার করে ভালোটা গ্রহণ করতে হবে বলেন তিনি। সামনের দিনে তোমাদের আরো ভালো ফলাফল অর্জন করতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

কোটি টাকা ব্যয় দ্বিতীয় তৃতীয় তলা ভবনের উদ্বোধন করেন তিনি। বিদ্যালয়ের সভাপতি ও আজীবন দাতা সদস্য বিশিষ্ট সমাজসেবক নুরুল আমিন দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর, থানার ওসি (তদন্ত) শেখ ওয়াহিদুজ্জামান। বক্তব্য রাখেন, যশোর উপজেলা সদরের নতুনহাট পাবলিক কলেজের প্রভাষক রোমানা ইয়াসমিন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উদ্দিন। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায়" বিদ্যালয়ের বেগম রোকেয়া মঞ্চ"চত্বরে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বাবু স্বপন কুমার ঘোষ,অনুষ্ঠানে এবারের এসএসসি ২০২২ এ উপজেলা পর্যায়ে সর্বোচ্চ নাম্বার পাওয়া ফারহানা ফেরদৌস উর্মি সুমাইয়া পারভিন ও নবম শ্রেণী শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ঝিকরগাছা সদর ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন কলিম ইসমাইল হোসেন মিলন ফরিদ আহমেদ কামরুল ইসলামসহ অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন অধ্যবসায়ের মাধ্যমে আমি নিজে এ পর্যন্ত এসেছে মা-বাবা সহযোগিতা অবশ্যই ছিল তবে লেখাপড়ার ক্ষেত্রে নিজের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে নৈতিক দায়িত্ব মা-বাবাকে শ্রদ্ধা ও সম্মান করা। 

তিনি আরো বলেন, আমার পরিবারের নিকট জনের অনেকেই শিক্ষক। সে কারণে শিক্ষক পরিবারের একজন সদস্য হিসেবে আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে একটু দুর্বল আমি সবসময় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে খোঁজখবর নেই আমি যখন মেডিকেল আনফর্সেস এ অধ্যায়নরত ছিলাম তখনো আমার ভেতর আন্তরিকতা ও অধ্যবসাই ছিল। প্রধান অতিথি আরো বলেন দেশের বর্তমানে পুরুষের চেয়ে নারী শিক্ষার হার ২ শতাংশ বেশি এটা আমাদের জন্য ভালো অর্জন এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে তাই আগামী দিনে দেশ পরিচালনায় তোমাদেরকে নেতৃত্ব দিতে হবে আবারো প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসতে হবে বলেন তিনি। 

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ নাম্বার অর্জন করে ফারহানা ফেরদৌস উর্মিকে বিদ্যালয়ের সভাপতির পক্ষ থেকে নগদ ১০০০০ও অপো দাতা সদস্য ইসমাইল হোসেন মিলন ৫০০০ টাকা পুরস্কার তুলে দেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]