শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
পরীক্ষার প্রশ্নে চেয়ারম্যানকে নিয়ে প্রধান শিক্ষকের তেলবাজি!
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৮:১১ পিএম | অনলাইন সংস্করণ

আব্দুল খালেক সাহেব তালম ইউনিয়নের একজন বাসিন্দা। তিনি ২০২১ সালে একটি স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি এলাকাবাসীর বিশুদ্ধ পানির সমস্যা দূর করার জন্য তাঁর এলাকায় ২৫টি নলকূপ স্থাপন, রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন। ইতোমধ্যে তিনি তাঁর এলাকায় একজন জনপ্রিয় ব্যক্তিত¦ সম্পন্ন মানুষ হিসেবে পরিচিত পেয়েছেন। 

এটি সিরাজগঞ্জের তাড়াশের রানীরহাট সিরাজগঞ্জ বাজার দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির বার্ষিক পরীক্ষার বাংলাদেশ ও বিশ^ পরিচয় (সৃজনশীল) প্রশ্ন পত্রের ১ নং ক্রমিকের উদ্দিপক। যা পড়ে নিচের প্রশ্ন গুলোর উত্তর দিতে হবে এমনই প্রশ্ন পত্র প্রণয়ন করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মমিন তালম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক কে নিয়ে তেলবাজি করেছেন। 
যেমন:- উপরের অংশ পড়ে নিচের উদ্দিপক প্রশ্ন গুলোর উত্তর লিখতে বলা হয়েছে। আর প্রশ্ন গুলো ছিলÑ (ক) বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা কত? (খ) জনগণ সকল ক্ষমতার উৎস-ব্যাখা কর। (গ) আব্দুল খালেক সাহেব কোন ধরনের স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন? ব্যাখা কর। (ঘ) আব্দুল খালেক সাহেবকে চেয়ারম্যান হিসেবে উল্লিখিত দায়িত্ব ছাড়াও আরও অনেক দায়িত্ব পালন করতে হয়- বক্তব্যটির যথার্থতা নিরুপন কর।  

এ দিকে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রশ্ন পত্রের এক নম্বরে চেয়ারম্যান আব্দুল খালেককে নিয়ে উদ্দিপক প্রশ্ন করায় এলাকাবাসী ও এলাকার অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যা নিয়ে এলাকায় তোলপার শুরু হয়েছে। অনেকেই বলছেন প্রধান শিক্ষক চেয়ারম্যানের তেলবাজি করবেন না শিক্ষার্থীদের শেখাবেন।  

এ ধরনের তেলবাজির প্রশ্ন পত্র করায় আসমত আলী নামের এক অভিভাবক ক্ষোভ ঝেড়ে বলেন, বাংলাদেশে অনেক বিখ্যাত মানুষ রয়েছেন। যাঁরা দেশের জন্য অনেক কিছু করেছেন এবং করছেন। তাঁদের নাম দিলে  শিক্ষামূলক হতো। যা শিক্ষার্থীদের শিক্ষণীয় বিষয়ও হতে পারতো। কিন্তু তা হয়নি। এছাড়া উদ্দিপক ওই প্রশ্নের উপরের লেখাটি ও ভূলে ভরা। আসলে ওই প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কি বুঝাতে চাচ্ছেন তা আমার বোধগম্য নয়।  

আবার কলামুলা গ্রামের আরেক অভিভাবক আব্দুল হালিম বলেন, এ ধরনের প্রশ্ন পত্র করে শিক্ষার্থীদের দেউলিয়া বানাচ্ছেন শিক্ষকরা। এ ধরনের প্রশ্ন যিনি তৈরি করেছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। 

বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম সোহেল রানা বলেন, আমি ১৬ ডিসেম্বর শিক্ষকদের জরুরি সভা ডেকেছি। সেখানে গুরুত্ব সহকারে বিষয়টি নিয়ে আলোচনার পর ব্যবস্থা নেওয়া হবে। 

আর প্রধান শিক্ষক আব্দুল মোমিন বলেন, প্রশ্নটি বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক হোসেন আলী মন্ডল করেছেন। যা তেলবাজি বললে বেশি বলা হবে না। তবে প্রধান শিক্ষক হিসেবে এ ধরনের প্রশ্ন প্রণয়ন করা আপনার দায়িত্বে অবহেলা কি না এ প্রশ্ন করলে তিনি পরে কথা হবে বলে ফোন কেটে দেন। 

অবশ্য, প্রশ্ন পত্র প্রণয়নকারী খন্ডকালীন শিক্ষক হোসেন আলী মন্ডল বলেন, আমি না হয় ভুল করেছি। প্রধান শিক্ষক দেখেননি? 

বিষয়টি নিয়ে মন্তব্যে জানার জন্য তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেককে বারবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি। 

এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন বলেন, বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]