প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৪:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
ভারতের বিপক্ষে এভারেস্টসম ৫১৩ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ দল। তবে সাগরিকায় সেই বিশাল রানের চাপটা বাংলাদেশে অনুভব করতে দিচ্ছে না জাকির হাসান। চতুর্থ বাংলাদেশি হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরির নজিরও দেখালেন তিনি। গতকাল ১৭ রানে অপরাজিত থেকে দিন পার করার পর শনিবার ৮৩ রান যোগ করে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন বাঁহাতি এই ব্যাটার।
পাহাড়সম রান টপকে জয় পেতে চতুর্থ দিনের শুরুটা বেশ ভালোই শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু দ্বিতীয় সেশন থেকে শেষ সেশন পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকেই গেল বাংলাদেশ দল। যেখান থেকে দাঁড়িয়ে জয় দূরের কথা হারের শঙ্কায় এখন স্বাগতিকরা।
সাকিব আল হাসান এবং মেহেদী মিরাজের ব্যাটে চতুর্থদিন শেষ করেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে শেষদিনে ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ২৪১ রান। অন্যদিকে ভারতের চাই ৪ উইকেট। সাকিব ৪০ এবং মিরাজ ৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।