বান্দার গোনাহ মাফ, ইহকালীন ও পরকালীন মুক্তি, মুসলিম উম্মার সুখ, শান্তি ও মুসলিম রাষ্ট্র সমূহের হেফাজত কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো কক্সবাজারে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা।
আজ শনিবার সাড়ে ১১ টার দিকে শুরু হয়ে বেলা ১২ টার দিকে আখেরি মোনাজাত শেষ হয়।
প্রায় আধঘন্টা মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদ এর আহেল শুরার শীর্ষ মরব্বি ছৈয়দ ওয়াসিফুল ইসলাম। সকাল থেকে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য হাজার হাজার মানুষ পায়ে হেঁটে ও গাড়িতে করে প্রবেশ করে ইজতেমার ময়দানে। মোনাজাতে বিপুল পরিমাণ নারীরাও অংশ নেন। নারীদের বেশিরভাগ বিভিন্ন ভবনের ছাদে বসে মোনাজাতে অংশ নেন।
এবারের ইজতেমায় দেশের বিভিন্ন জায়গায় ছাড়াও শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারতের বোম্বে, কর্ণাটক ও সৌদি আরবসহ প্রায় ৭টি দেশের বিদেশী প্রতিনিধি জামাতসহ প্রায় দুই লক্ষাধিক মুসল্লি এবং সম্মানিত ওলামায়ে কেরাম এই ইজতেমায় অংশ গ্রহণ করবেন।
এর আগে ১৫ ডিসেম্বর কক্সবাজার শহরতলীর লিংক রোড আলবয়ান ইনস্টিটিউটের পার্শ্ববর্তী মাঠে বৃহষ্পতিবার ফজর নামাজের পর মাওলানা আনাসের বয়ানের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। আর এতে গতকাল ইজতেমার ময়দানে জুমা’র নামাজে লাখো মুসল্লীদের সমাগম হয়েছিলো ।