বাংলাদেশ কখনোই হার মানবে না: ড. নাজমুল আহসান কলিমউল্লাহ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ১০:২১ পিএম | অনলাইন সংস্করণ
বিজয় দিবসের প্রাক্কালে বিপ্লব স্পন্দিত বুকে আমি একটি কথায় বলতে চায় আমরা কখনো হার মানব না এবং এই ধারা চিরদিন অব্যাহত থাকবে। আমরা যেকোনো ব্যক্তিতার শেষে স্লোগান মুখরিত হয়ে বলি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এই যে চেতনা এটা অবিনাশী চেতনা। এটা আমরা গভীরভাবে উপলব্ধি করি বিজয় দিবসের প্রাক্কালে। জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি জীবিত থাকেন এবং রাষ্ট্র পরিচালনায় থাকেন তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৯১৭তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, বিজয় দিবসের প্রাক্কালে বিপ্লব স্পন্দিত বুকে আমি একটি কথায় বলতে চায় আমরা কখনো হার মানব না এবং এই ধারা চিরদিন অব্যাহত থাকবে। আমরা যেকোনো ব্যক্তিতার শেষে স্লোগান মুখরিত হয়ে বলি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এই যে চেতনা এটা অবিনাশী চেতনা। এটা আমরা গভীরভাবে উপলব্ধি করি বিজয় দিবসের প্রাক্কালে। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছিলেন এবং ২ লাখ মা-বোনদের ইজ্জত বিসর্জনের বিনিময়ে আমারা মহান স্বাধীনতা অর্জন করি। এটা কারো দয়ার দানে পায়নি। আজ সেই বাংলাদেশ দেশরত্ন শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতার কারণে এই বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রগতির সব সূচকে যুগান্তকারী মাইলফলক অতিক্রম করেছে। বাংলাদেশ এখন বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল। অর্থনীতি ও আর্থসামাজিক ক্ষেত্রের বেশির ভাগ সূচকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করছে।