প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৭:২৯ পিএম | অনলাইন সংস্করণ
কক্সবাজারে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে।
লিংক রোড আলবয়ান ইনস্টিটিউটের পার্শ্ববর্তী মাঠে বৃহষ্পতিবার ফজর নামাজের পর মরহুম মাওলানা মোজাম্মেল হক (রঃ) এর সন্তান মাওলানা আনাস সাহেবের বয়ানের মাধ্যমে শুরু হবে এই ইজতেমা।
আগামী ১৭ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে তিনি দিনব্যাপী এই ইজতেমা। আয়োজকদের পক্ষ থেকে এই ইজতেমায় কক্সবাজারের দ্বীন দরদী সবাইকে অংশ গ্রহণ করার জন্য আহবান জানানো হয়েছে।
ইজতেমার সমন্বয়কারী মুনির হোসেন জানান, ৭টি দেশের বিদেশী প্রতিনিধি জামাতসহ দুই লক্ষাধিক মুসল্লি এবং সম্মানিত ওলামায়ে কেরাম এই ইজতেমায় অংশ গ্রহণ করবেন। ইতিমধ্যে কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান ইজতেমার প্যান্ডেল পরিদর্শন করে মোনাজাতে অংশ গর্রহন করেন।
শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারতের বুম্বে, কর্ণাটক ও সৌদি আরব থেকে বিদেশী জামাত ইজতেমায় অংশগ্রহণ করছেন বলে আয়োজকরা নিশ্চিত করেছেন।