প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৮:২৭ পিএম | অনলাইন সংস্করণ
শেরপুরে পতাকা উত্তলন, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
এ উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় এবং কালো পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আতিউর রহমান আতিক এমপি। এ সময় দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সকাল ১১টায় জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোক্তাদিরুল আহমেদের সঞ্চালনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আতিউর রহমান আতিক এমপি, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যাড অ্যাপস) সোহেল মাহমুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ. জেড মোরশেদ আলী, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ইউএনও মেহনাজ ফেরদৌস, প্যানেল মেয়র নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার এ এস এম নুরুল ইসলাম হিরো, সদর উপজেলার সাবেক কমান্ডার অ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দ প্রমুখ।