প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ২:১২ পিএম | অনলাইন সংস্করণ
মধ্যরাতে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে একাত্তরের ১৪ ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ।
বুধবার সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে ১২টা ১ মিনিটে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
আয়োজকরা জানান, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের চক্রান্তে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এর আগে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আ. হ. ম তারিক উদ্দীন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফসার আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান, নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার মুন্নি, কৃষক লীগের সভাপতি মাহফুজা পারভীন রুবি ও জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান প্রমুখ। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।