প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৯:১৩ পিএম | অনলাইন সংস্করণ
অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পূনরায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি মনোনীত হলেন অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক হলেন কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান।
মঙ্গলবার জেলা আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এ ঘোষণা দেন। এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী, কাউন্সিল, ডেলিকেট ও স্থানীয় সাংসদরা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে শেখ কামাল স্টেডিয়ামে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ উপলক্ষে শহরে বিরাজ করছে সাজ সাজ রব। সকাল থেকেই নেতা-কর্মীরা দলে দলে সমাবেশস্থলে আসতে শুরু করেছিলেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন "যারা রোহিঙ্গা সংকটে দলের জন্য কাজ করছে তাঁরা যেন কমিটিতে স্হান পায় তা প্রত্যাশা করেন। আর যারা বসন্তের কুকিলদের কমিটিতে স্হান দেওয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি"।
এ ছাড়াও অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় নেতা মাহবুবউল আলম হানিফ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সিরাজুল মোস্তফা, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আমিনুল ইসলাম আমিনসহ একাধিক কেন্দ্রীয় নেতা।
৬ বছর ১০ মাস পর কক্সবাজার অনুষ্ঠিত কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলনে ৩৫১ জন কান্সিলর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। পরে কাউন্সিল অধিবেশন ছাড়াই অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।