প্রকাশ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৮:২৭ পিএম | অনলাইন সংস্করণ
সৈনিক পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী। ২০২৩ সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে প্রার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীকে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে।
উচ্চতা: কমপক্ষে ১.৬৮ মিটার বা ৫ফুট ৬ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি। নারীদের উচ্চতা হতে হবে কমপক্ষ ৫ ফুট ৩ ইঞ্চি। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী প্রার্থীর উচ্চতা হতে হবে ৫ফুট ১ ইঞ্চি।
ওজন: পুরুষ প্রার্থীর ওজন কমপক্ষে ৪৯.৯০ কেজি হতে হবে। নারী প্রার্থীর ওজন হতে হবে কমপক্ষে ৪৭ কেজি।
বুক: পুরুষ প্রার্থীর বুকের মাপ হবে স্বাভাবিক ০.৭৬ মিটার এবং স্ফীত ০.৮১ মিটার। নারী প্রার্থীর বুকের মাপ হবে স্বাভাবিক ০.৭১ মিটার এবং স্ফীত ০.৭৬ মিটার।