এ বিষয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সমাবেশ স্থলে সার্বিকভাবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের কার্যক্রম পরিচালিত রয়েছে। কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য উপর থেকে র্যাবের হেলিকপ্টার দিয়ে টহল ও নজরদারি করা হচ্ছে।
র্যাব জানায়, এছাড়াও সমাবেশ স্থল ও আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতি ও নাশকতার রোধে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। র্যাবের গোয়েন্দা ইউনিট সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে৷ পাশাপাশি র্যাবের ডক স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট, স্টাইকিং ফোর্স তৈরি রয়েছে।
এদিকে, সমাবেশ স্থলের বাইরে পর্যাপ্ত পুলিশ সদস্য রয়েছে। তারা যান চলাচল নিয়ন্ত্রণ করছে। সমাবেশ স্থলে আগতরা যেন হেঁটে নিরাপদে মাঠে প্রবেশ করতে পারেন সেজন্য রাজারবাগ থেকে কমলাপুর, মতিঝিল থেকে গোলাববাগসহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।