প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ১১:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
আজকে বিজয়ের ৫১ বছর পরে এসেও যদি এই ষড়যন্ত্র রুখতে হয় নিয়ে আলোচনা করতে হয় তাহলে এটা দুঃখজনক বিষয় ছাড়া আর কিছুই নয়। বিএনপির রাজনীতি করার কোন অধিকার নেই এবং তারা অবশ্যই বাংলাদেশে রাজনীতি করতে পারবেন যদি তারা এই বাংলাদেশকে মেনে নিয়ে জাতির কাছে ক্ষমা চায়। তার আগে তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৯১১তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
উৎপল দাস বলেন, আগামীকাল একটি ডেডলাইন দেওয়া হয়েছে একটি দলের পক্ষ থেকে, যে দলটি একেবারেই সেনাছাউনি থেকে উঠে এসেছে, যে দলটি এতো হুমকি ধমকির পরেও আজকে তাদের কিন্তু কোনভাবেই সক্রিয় দেখতে পাচ্ছি না। প্রকৃত অর্থে তাদের ষড়যন্ত্র কিন্তু আজকে থেকে শুরু হয়নি, তাদের ষড়যন্ত্র তাদের জন্মলগ্ন থেকেই করে আসছে। এখন লন্ডনে বসে তারেক রহমান বাংলাদেশকে স্বীকার করছে না। কারণ তিনি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলেন না, জাতির পিতা বলেন না। তার কিসের এতো দাম্ভিকতা? তার পিতা জিয়াউর রহমান ছিলেন একজন খুনি। খন্দকার মোস্তাকের সাথে একসঙ্গে হয়ে তিনি বঙ্গবন্ধু হত্যায় সরাসরি জড়িত ছিলেন। আমরা দেখেছি তার মা বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধুর হত্যার দিনটিকে নিজের জন্মদিন হিসেবে ধরে এই দিনে কেক কেটেছিলেন। একটা সময় ছিল বঙ্গবন্ধুর নামটি পর্যন্ত নেওয়া যেতোনা। এর চেয়ে বড় হাহাকার আর কি হতে পারে! ইতিহাসের নির্মম একটি সত্য হচ্ছে ইতিহাস কাউকে কখনোই ক্ষমা করে না এবং করবেও না। আজ এই ভোরের পাতা সংলাপের মাধ্যমে আমি জোর দাবি জানাচ্ছি যে, বিএনপির রাজনীতি করার কোন অধিকার নেই এবং তারা অবশ্যই বাংলাদেশে রাজনীতি করতে পারবেন যদি তারা এই বাংলাদেশকে মেনে নিয়ে জাতির কাছে ক্ষমা চায়। তার আগে তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।