প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৮:২৭ পিএম | অনলাইন সংস্করণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে এক বিড়ম্বনার নাম হয়ে দাড়িয়েছে উচ্চ শব্দ। ছোট্ট এই ক্যাম্পাসটিতে প্রায় প্রতিদিনই উচ্চ শব্দে এবং দীর্ঘসময় ধরে বাজছে সাউন্ড বক্স। কোনোদিন কোনো বিভাগের পিকনিক তো পরদিন কোনো জেলা সংস্থার। আবার কখোনো খেলার কমেন্ট্রির শব্দেই মুশকিল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রধান কর্মকাণ্ড লেখা-পড়ায় মন দেওয়া।
সরেজমিনে দেখা যায়, ৮ ডিসেম্বর দুপুর নাগাদ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের পরিক্ষা চলমান ছিলো। ঠিক ওই সময়েও পাশের মাঠে চলা খেলার কমেন্ট্রির কারণেই ব্যহত হয় পরিক্ষার মনোনিবেশ।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়া কমিটি ও শৃঙ্খলা কমিটির প্রধান প্রফেসর ড. মো. শাহজাহান বলেন-
আমাদের আরো কয়েকবছর আগে থেকেই নীতিমালা করা আছে যাতে করে একাডেমিক কার্যক্রম চলাকালীন সময়ে উচ্চ শব্দের ব্যবহার না করা হয়। তবে দীর্ঘদিন হওয়ায় তা আবার অগ্রাহ্য করা হচ্ছে। আমাদের মিটিং বা ক্লাস নিতেও সমস্যা হয়। আমি এবিষয়টা সমাধান করবো।
নিয়মিত উচ্চ মাত্রার শব্দের প্রভাব সম্পর্কে পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. রাশেদুজ্জামান বলেন, দীর্ঘসময় উচ্চশব্দের কারণে স্নায়ুবিক চাপ বৃদ্ধি পায়। এছাড়া উদ্বিগ্নতা বাড়তে থাকে যা থেকে নানা মানসিক চাপ সৃষ্টি হয়। এছাড়া এখানে আবাসিকগুলোতে কোনো রোগী থাকতে পারে। শিশুরাও আছে। শিশু এবং বয়স্কদের এইক্ষেত্রে ঝুঁকির মাত্রাটা বেশি থাকে।
উক্ত বিষয়ে জানতে চাইলে বশেমুরবিপ্রবি প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, আমরা ইতোমধ্যেই লোকপাড় সংশ্লিষ্ট এলাকায় উচ্চ শব্দ ব্যবহারে সমস্ত আনুষ্ঠানিকতা নিষিদ্ধ করেছি, ক্যাফেটেরিয়ার পাশে নির্দিষ্ট জায়গা দিয়েছি এবং একাডেমিক সময়ে বক্স বাজানো নিষিদ্ধ করেছি। এবিষয়ে এরপর থেকে শক্ত অবস্থানে থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।