প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৮:২৬ পিএম | অনলাইন সংস্করণ
নারী জাগরণের অগ্রদূতের জন্ম ও প্রয়াণ দিবসে নারী মুক্তির আন্দোলন বেগবান করার দৃপ্ত শপথে যথাযোগ্য মর্যাদায় মোংলায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটি পালনে আয়োজন করেছে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে উপস্থিত ছিলেন।
সবার মাঝে ওক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালের অনুষ্ঠানে বক্তারা বলেন, মহীয়সী নারী বেগম রোকেয়া রাষ্ট্র, সমাজ ও পরিবার ব্যবস্থায় নারীর সমান অধিকারের জন্য আমৃত্যু লড়াই করে গেছেন। রোকেয়া তার কর্ম জীবনে বাল্যবিবাহ, নারী নির্য়াতন বন্ধ, যৌতুক, পণ প্রথা, ধর্মের অপব্যাখ্যাসহ নারীর প্রতি অন্যায় আচরণের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন বেগম রোকেয়া। মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত রেখে নারীকে গৃহকোণে আবদ্ধ রাখার ধ্যান-ধারণা পাল্টাতে তিনি ছিলেন সদা সোচ্চার।
এদিকে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার মতো নারী সমাজকে স্বনির্ভর জাতি গঠনে এগিয়ে বেগম রোকেয়ার চেতনা, নীতি-নৈতিকতা ও আদর্শে উজ্জীবিত হয়ে নারীমুক্তি আন্দোলন বেগবান করার আহ্বান জানান উপস্থিত অতিথি বৃন্দরা।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মোংলা উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ দিবসের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ। এ সময় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সুমা মন্ডল, মিসেস খাদিজা হক চৌধুরী, মনিকা মন্ডল স্তুুতি, লিপিকা রানি ও মোসাঃ পারভীন বেগম’র হাতে জয়িতা সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন নির্বাহী কর্মকর্তা।
এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোজ্জামেল হক চৌধুরী অপু, মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।