প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৮:১৯ পিএম আপডেট: ০৯.১২.২০২২ ৮:২১ পিএম | অনলাইন সংস্করণ
জান্নাতি আক্তার খাতিজা। বয়স ১৫ বছর। হঠাৎ করে অলৌকিকভাবে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে। চা ল্যকর এ ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী মাঝাপাড়া গ্রামে। প্রায় এক মাস আগে তার শারীরিক পরিবর্তন ঘটলেও বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে ঘটনাটি জানাজানি হয়। এ ঘটনায় এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
এদিকে, মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়া জান্নাতি আক্তার খাতিজাকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে তাদের বাড়িতে। খাতিজার বাবা কামরুজ্জামান বলেন, তার মেয়ে উপজেলার উত্তর গোবধা দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। গত শুক্রবার তিনি স্ত্রীর কাছ থেকে জানতে পারেন,তার মেয়ে খাতিজার হঠাৎ শারীরিক পরিবর্তন হয়ে ছেলেতে রূপান্তরিত হয়েছে। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে মানুষের মুখে মুখে চারদিকে জানাজানি হয়ে যায়। এরপর থেকেই দিনরাত মানুষ ভিড় করছে তাকে দেখার জন্য। এখন তার শারীরিক গঠন পুরুষের মতো। এ ছাড়া চেহারাতেও কিছুটা পরিবর্তন এসেছে।
খাতিজার বাবা আরো বলেন, আল্লাহ তাকে মেয়ে থেকে ছেলে বানিয়ে দিয়েছে। আগে তাদের ২ ছেলে ২ মেয়ে ছিল। এখন ৩ ছেলে ও ১ মেয়ে হওয়ায় তারা অনেক খুশি। খাতিজা ছেলেতে রূপান্তরিত হওয়ার পর তার নাম রাখা হয়েছে ইউসুফ।
এ ব্যাপারে জান্নাতি আক্তার খাতিজা জানায়, সে প্রায় একমাস আগে ঢাকায় বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে এক মাজারে প্রবেশের সময় খাতিজা তার শারীরিক পরিবর্তন আন্দাজ করতে পারে। কিন্তু লোক লজ্জায় তখন কিছু বলতে পারেনি।
এ বিষয়ে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডাঃ আজমল হক বলেন, আমাদের দেশে মাঝে মধ্যেই এ ধরনের ঘটনা ঘটছে। এটা সাধারণত হরমোন জনিত কারণে ঘটে থাকে।