প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৮:১৮ পিএম | অনলাইন সংস্করণ
বিএনপির মহাসমাবেশে যোগ দিতে গিয়ে ঢাকায় গেফতার হয়েছেন ময়মনসিংহ জেলা এবং গফরগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৪০ জন নেতাকর্মী।
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় হাজির করার পর সবাইকে জেল হাজতে পেরণ করা হয়।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত পোনে ৩টার দিকে ঢাকাস্থ উত্তরা হাজী ক্যাম্প সংলগ্ন গফরগাঁও হাউজ এর মালিক ফকরুল হাসানের বাসা থেকে ফকরুল হাসরসহ ৪০জন নেতা কর্মীকে গ্রেফতার করে ঢাকা দক্ষিণখান থানা পুলিশ।
ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ও জেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাসেল এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসান, ময়মনসিংহ মহানগর যুবদল নেতা রাজিব খান পাঠান রনি, গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মীর মোয়াজ্জেম হোসেন মনন, উপজেলা যুবদল নেতা জহিরুল ইসলাম আলম, মাহাবুবুল আলম গৌতম, আশরাফুল ইসলাম আরিফ, মড়ল, নুরী, তুহিন এবং সাজু।
এছাড়াও নয়াপল্টন বিএনপি কার্যালয় থেকে নান্দাইল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম রবিন গ্রেফতার হয়েছে।
ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাসেল জানান বিএনপির মহাসমাবেশে যোগদান করতে গত কয়েক দিন ধরে আমরা সবাই ঢাকায় অবস্থান করছিলাম। গ্রেফতার অভিযানের সময় আমি কৌশলে রক্ষা পেয়েছি।