প্রকাশ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৮:১৮ পিএম | অনলাইন সংস্করণ
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন স্থাপন করেছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশদ্বারের পাশে ফলক উম্মোচন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। পরে বঙ্গবন্ধুসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
পরে পরিদর্শনকালে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু সারাজীবন মানুষের অধিকার রক্ষায় কাজ করে গেছেন। বঙ্গবন্ধু জীবন ও দর্শন সম্পর্কে এ অ লের মানুষ জানতে পারবে। এছাড়া বর্তমান প্রজন্ম নয়, ভবিষ্যত প্রজন্মও বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হবে।
বর্তমানে বাংলাদেশ উন্নয়নের পথে ধাবমান, ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই উন্নয়ন আসলেই এসেছে বঙ্গবন্ধুর দর্শন থেকেই। যা এখানে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে যদি তা আমাদের জীবনে কাজে লাগাতে পারা যায়, তা হবে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ও স্মরণ করার শ্রেষ্ঠ উপায়। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানার একটি নতুন পথ তৈরি হলো। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রাকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্র্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামসহ অন্যান্য জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
উদ্বোধনের পর প্রধান অতিথি বঙ্গবন্ধু কর্নারে রক্ষিত তাঁর রাজনীতি জীবনের বিভিন্ন বই দর্শন করেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট ইংলিশ স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন।