শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
এক হলেন জায়েদ-নিপুণ, সুখবর দিলেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৭:০৪ পিএম | অনলাইন সংস্করণ

সাপে-নেউলে সম্পর্ক জায়েদ খান ও নিপুণ আক্তারের মাঝে। একজন আরেকজনের ছায়া পর্যন্ত মাড়ান না। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদটি তাদের মাঝে এই বিভেদ সৃষ্টি করেছে। পরস্পরের ঘোর প্রতিদ্বন্দ্বী মানুষ দুজনকে এবার এক ছাতার তলায় নিয়ে এলো ফুটবল বিশ্বকাপ। চলমান কাতার বিশ্বকাপের আসরে জায়েদ-নিপুণ দুজনেই আর্জেন্টিনা ফুটবল দলকে সমর্থন করছেন।

তবে বিষয়টিকে অতটা গুরুত্ব দিচ্ছেন না নিপুণ। তার ও জায়েদের আর্জেন্টিনার সমর্থন করাটাকে সাধারণ ব্যাপার উল্লেখ করে সংবাদমাধ্যমকে তিনি বলেন, এটি কমন ব্যাপার। এটি সেন্টিমেন্টের জায়গা। একজন ভালো খেলোয়াড়, একটি ভালো দলকে যে কেউ পছন্দ করতেই পারেন। খেলার জায়গায় হয়তো দুজনের পছন্দ মিলে গেছে। জায়েদ খানের কারণে আমি পছন্দের দল তো বাদ দেব না।

এ প্রসঙ্গে জায়েদ বলেন, একটি দলের খেলাকে ভালোবেসে যে কেউই সেই দলকে সমর্থন করতে পারেন। এটি কোনো বিষয় নয়। সে করছে বলে আমি করব না, তা হয় না। এটি মনের ব্যাপার, ভালো লাগার ব্যাপার।

গত নয় মাস ধরে সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ-নিপুণের মাঝে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পদটি বগলদাবা করতে দুজনেই দ্বারস্থ হন আদালতের। গত মাসে (নভেম্বর) জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলা হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) গ্রহণ করে তাকে আপিলের অনুমতি দিয়েছেন আদালত। এর ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আপাতত দায়িত্ব পালন করছেন নিপুণ।

এদিকে শিল্পী সমিতির দায়িত্ব পালনে ব্যস্ত থাকলেও সুখবর দিলেন নিপুণ আক্তার। নতুন এক সিনেমার খবর দিলেন তিনি। প্রতিবন্ধীদের নিয়ে সিনেমাটি বানাবেন তিনি। ইউএস অ্যাম্বাসির আমন্ত্রণে একটি অনুষ্ঠানে গিয়ে প্রতিবন্ধীদের নিয়ে নির্মিত সিনেমা দেখেই এই সিদ্ধান্ত নেন নায়িকা।

সোমবার (৫ ডিসেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিষয়টি জানান নিপুণ। তিনি লিখেছেন, আজ ইউএস অ্যাম্বাসির আমন্ত্রণে প্রতিবন্ধী ব্যক্তিদের উপর নির্মিত সিনেমাটি দেখে আমি সত্যিই আনন্দিত। ইনশাআল্লাহ প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর একটি সিনেমা আমিও বাংলাদেশে তৈরি করব। আর সেখানে প্রতিবন্ধী ব্যক্তিরাও অভিনয় করবেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]