আলফাডাঙ্গার গোপালপুরে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ ইউপি আ. লীগ
আসন্ন ২৯ ডিসেম্বর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করতে একাট্টা হয়ে কাজ করবে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
রবিবার (৪ ডিসেম্বর) বিকালে গোপালপুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী এক আলোচনা সভা অনুষ্ঠানে এ কথা জানান ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সভায় সভাপতিত্ব করেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান ও পরিচালনা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন।
সভাপতির বক্তব্যে মো. মোনায়েম খান বলেন, আগামী ২৯ ডিসেম্বর গোপালপুর ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে। এ কারণে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে নৌকা প্রতীকের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, আমাদের সবাইকে দল বেঁধে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে হবে। এ অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান দরকার এটা বোঝাতে হবে।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম কবীর শেখ, গোপালপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জ্বল, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার মোল্যা, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. হোসেন মিয়া প্রমুখ।
সভায় ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভুলু, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খান নবাব আলী, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলী, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম বাবু, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান কুমার বিশ্বাস, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বাশার মিয়াসহ গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।