প্রকাশ: রোববার, ৪ ডিসেম্বর, ২০২২, ১:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
ভালো আছেন পেলে, দেখছেন ব্রাজিলের খেলাও
আগের রাতে হঠাৎ করেই ছড়িয়ে পড়ে গুঞ্জন-ভাল নেই পেলে। ফুটবল সম্রাট জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এমন খবরও ছড়িয়ে পড়ে। বলা হচ্ছিল কোলন ক্যানসার প্রতিরোধে দেওয়া কেমোথেরাপির কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না পেলের শরীর। যার ফলে তাকে নিয়ে যাওয়া হয়েছে ‘এন্ড-অফ-লাইফ কেয়ার ইউনিটে’। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে খোদ ব্রাজিলের এই কিংবদন্তি জানালেন, তিনি ভাল আছেন।
পেলের ভেরিফারেড ইনস্টাগ্রাম পোস্ট তেমনটাই জানাচ্ছে। স্থানীয় সময় শনিবার ইন্সটাগ্রামে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে পেলে জানালেন স্বস্তির খবর। নিশ্চিত করলেন কাতার বিশ্বকাপে ব্রাজিল দলের ফুটবল খেলা দেখছেন তিনি। সুস্থ হয়ে উঠার ব্যাপারে অনেক আশাবাদী এই লিজেন্ড!
যদিও হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, কেমোথেরাপিতে ভালো সাড়া দিচ্ছে না ক্যানসার আক্রান্ত ৮২ বছর বয়সী পেলে।
ঠিক এমন অবস্থায় পেলের বিবৃতিতে বলা হয়েছে, ‘বন্ধুরা, আমি চাইছি আপনারা সবাই শান্ত ও ইতিবাচক থাকুক। আমি অনেক আশাবাদী। নিয়মিত চিকিৎসা চলছে আমার। মেডিকেল ও নার্সিং টিমের সদস্যরা যেভাবে আমার যত্ন নিচ্ছেন, সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। সৃষ্টিকর্তার ওপর পূর্ণ বিশ্বাস আছে আমার। সারা বিশ্ব থেকে পাওয়া প্রতিটি ভালোবাসার বার্তা আমাকে দারুণ শক্তি যোগাচ্ছে।’
তিনবারের বিশ্বকাপ জয়ী মহাতারকা একইসঙ্গে জানালেন বিশ্বকাপে ব্রাজিলের খেলাও দেখছেন তিনি, ‘আমি বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’