প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ১০:১৮ পিএম আপডেট: ০২.১২.২০২২ ১০:২০ পিএম | অনলাইন সংস্করণ
কিছুদিন থেকে বিশ্ব মিডিয়ায় বাংলাদেশে আর্জেন্টিনা- ব্রাজিল উন্মাদনা নিয়ে আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানালেন আর্জেন্টাইন কোচ লিওন্যাল স্ক্যালোনি।
বিশ্বে আর্জেন্টিনার সমর্থন এবং বিশেষ করে বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থন খেলায় কতটুকু অনুপ্রেরণা যোগায়?
সাংবাদিকের এমন প্রশ্নে তা কোচ স্ক্যালোনি বলেন, ‘দিয়োগোর ( ম্যারাডোনা) অসংখ্য সমর্থক রয়েছে। এখন মেসিরও আছে। তাদের মাধ্যমে আর্জেন্টিনাকে ভালোবাসে অনেক দেশ, বাংলাদেশ এর মধ্যে অন্যতম।
এত দুরের দেশের ভালোবাসা পাওয়াটা দারুণ অনুভূতি আর্জেন্টিনা দলের জন্য। এই অনুভূতি আর্জেন্টিনার কোচ ব্যক্ত করলেন এভাবে, ‘এটা আসলেই দারুণ এক অনুভূতি। আমাদের ফুটবল বিশ্বের নানা প্রান্তের মানুষ ভালেবাসে। বাংলাদেশকে ধন্যবাদ’।