শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
এবারো সারাদেশে শীতবস্ত্র বিতরণ করবে এফবিসিসিআই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৬:০০ পিএম | অনলাইন সংস্করণ

বেসরকারি খাতের ব্যবসা বাণিজ্যে নের্তৃত্ব দেয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা কর্মসূচী পালন করে থাকে এফবিসিসিআই। এরই ধারাবাহিকতায় এবছরও দেশের শীতপ্রবণ এলাকাসমূহে শীতবস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

বুধবার (৩০ নভেম্বর) সকালে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত ত্রান ও পুনর্বাসন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির দ্বিতীয় সভায় জেলা চেম্বার ও অ্যাসোসিয়েশনের মাধ্যমে সারাদেশে শীতবস্ত্র বিতরণের এ সিদ্ধান্তের কথা জানান ব্যবসায়ীরা। বিতরণের সময় উত্তরাঞ্চলের জেলাগুলোকে প্রধান্য দেওয়ার পরামর্শ দেন বক্তারা।

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি জানান, দেশে শীতবস্ত্র বিতরণে জেলা চেম্বারের পাশাপাশি এবার বেশকিছু অ্যাসোসিয়েশনকেও সংযুক্ত করা হবে। শীতবস্ত্র বিতরণের পরিমান বাড়াতে সহায়তা করতে এফবিসিসিআইর পরিচালকবৃন্দসহ পোশাক সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

এফবিসিসিআইর সহ-সভাপতি মোঃ আমিন হেলালী বলেন, এফবিসিসিআই হয়ত দেশের সকল দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পারবেনা, সেই সক্ষমতা নেই সংগঠনের। তবে জেলা চেম্বার ও অ্যাসোসিয়েশনের মাধ্যমে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে দেশের অন্য ব্যবসায়ীরা উৎসাহিত হবে। ধীরে ধীরে সকল ব্যবসায়ী এগিয়ে আসবে এ ধরনের সামাজিক কার্যক্রমে। 

দেশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি অতিদরিদ্রের মাঝে স্বল্প পরিসরে নগদ অর্থ, সেলাই মেশিন ও রিকশা সরবরাহেরও উদ্যোগ নেয়া হবে বলে জানান কমিটির ডিরেক্টর ইনচার্জ মোহাম্মেদ বজলুর রহমান। এজন্য ব্যবসায়ীদের সহায়তা কামনা করেন তিনি।  

সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মোঃ আবুল খায়ের মোরসেলিন। প্রতিবছর সারাদেশে শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা করায় এফবিসিসিআইর পরিচালনা পর্ষদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। 

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে শীতবস্ত্র বিতরণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তার আহ্বান জানান বক্তারা। 

এফবিসিসিআইর পরিচালক এমজিআর নাসির মজুমদার, শফিকুল ইসলাম ভরসা, হাফেজ হারুন, আবু মোতালেব, ইকবাল শাহরিয়ার, শাহীন আহমেদ, মোঃ নাসের, আবু হোসেন ভুঁইয়া (রানু), আক্কাস মাহমুদ, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, কমিটির কো-চেয়ারম্যান আজিজুল হক, ইয়াকুব হোসেন মালিক, মোঃ আবদুল ওয়াদুদসহ অন্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]