প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৮:৩৬ পিএম | অনলাইন সংস্করণ
দারিদ্র্য থামাতে পারেনি অদম্য মেধাবী উর্মির। সে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ফারহানা ফেরদৌস উর্মি ঝিকরগাছার প্রাচীনতম ও স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ নাম্বার পেয়ে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। মেধাবী উর্মির মাত্র ৬বছর বয়সে তার পিতা আমির হামজা ও মাতা মিতা বেগমের বিচ্ছেদ ঘটে। কিছুদিনের মাথায় তার মমতাময়ী মা মিতা বেগম দ্বিতীয় স্বামীর সংসারে চলে যায়।
সেই থেকে মাতৃ¯েœহ বি ত, অনাদর-অবহেলায় উর্মি ঝিকরগাছাসদর ইউনিয়নের পায়রাডাঙ্গা গ্রামে অসচ্ছল ও হতদরিদ্র নানা ইব্রাহিম মোড়লের বাড়িতে প্রাথমিক শিক্ষা জীবন শুরু শুরু করে। কখনো অর্ধাহারে, কখনো বা অনাহারে দিনকাটে হতভাগী উর্মির। প্রাইমারী স্কুলের গন্ডিপার হলে তার নানা-নানি তাকে ভর্তি করেদেন ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। অভাব-অনাটনের সংসারে তার লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম ঘটে। বিষয়টি জানতে পারেন বিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁরা উর্মির অদম্য মেধা ও উজ্জল ভবিষ্যতের সম্ভাবনার কথা চিন্তা করে তার লেখাপড়াসহ যাবতীয় দায়দায়িত্ব গ্রহণ করেন।
এরপর থেকে থেমে থাকেনি উর্মির লেখাপড়া। ফারহানা ফেরদৌস উর্মি এবছর ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষায় মোট ১১৫০ নাম্বারের মধ্যে ১১২৩ নাম্বার পেয়ে উর্মি উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। এর আগে ২০১৯ সালে ৮ম শ্রেণিতেও ট্যালেন্টপুলে বৃত্তিতে উপজেলায় প্রথম স্থান অধিকার করেছিল সে। উর্মি ভবিষ্যতে প্রশাসনিক কর্মকর্তা হতে চায়। সে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছে। এদিকে উর্মির এই সাফল্যে গর্বিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহাসান উদ্দীন ও সিনিয়র সহকারী শিক্ষক জামাল উদ্দিন তার নানাবাড়িতে ছুটেযান এবং তার উচ্চতর ডিগ্রী অর্জনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।