শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশ: ড. ওয়ালি-উর রহমান
প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১১:১২ পিএম | অনলাইন সংস্করণ
আমরা নৈতিকভাবে স্লোগান দিতে গিয়ে বল যতদিন শেখ হাসিনার হাতে বাংলাদেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। শেখ হাসিনা ইতোমধ্যেই বাংলাদেশের উন্নয়নের এক ‘রোল মডেল’ হিসেবে স্বীকৃত যা বিশ্বনেতাদের নিকটও আলোচিত। আর এই সব কিছুই আজ সম্ভব হয়েছে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে। যারা এই পথের জন্য নিজের জীবন দিয়েছেন তাদের আদর্শ, মহান মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে যারা কাজ করছেন তাদের হাতকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৯০০তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এর-তেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, ড. শ্রী বীরেন শিকদার, বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের সাবেক পররাষ্ট্র সচিব প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. ওয়ালি-উর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক, ভোরের পাতা সংলাপের সমন্বয়ক মাকসুদা সুলতানা ঐক্য।
ড. ওয়ালি-উর রহমান বলেন, আমার পূর্ববর্তী বক্তা ড. শ্রী বীরেন শিকদার আজকের ভোরের পাতা সংলাপের বিষয়বস্তু নিয়ে যেসব কথা বলেছেন তার সাথে আমি পুরোপুরি একমত। বাংলাদেশ যে পথ হারাবে না এটা আমরা কখনোই ভাবি না, এখনো ভাবি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪বছর ধরে বাংলাদেশ যেভাবে উন্নতির সোপানে চলে গিয়েছে, সেই পথ ধরে আমরা এগুচ্ছি এবং আমাদের এই ধারা চলমান আছে। গত কয়েক বছরে করোনা এবং সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবের মধ্যেও আমাদের যে আর্থিক অগ্রগতি হয়েছে এটা কিন্তু অসামান্য। কিছু কিছু ব্যক্তি বা দল যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন তারা দূর্বৃত্তায়ন করেছিল। বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশের মানুষ নেতৃত্বশূন্য হয়ে পড়েছিলো কিন্তু ১৯৮১ সালে প্রধানমন্ত্রী ফিরে এসে দলের সভাপতি হওয়ার পরে সে শূন্যতা পূরণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আজ বিশ্ব দরবারে বাংলাদেশ বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত। রাষ্ট্রনায়ক থেকে বিশ্বনেতা হয়ে ওঠার যে ম্যাজিক তিনি বিশ্বকে দেখিয়েছেন তা এখন উন্নত বিশ্বে ‘শেখ হাসিনা উন্নয়নের রোল মডেলে’ রূপ নিয়েছে। বাংলাদেশ এখন অর্জন করেছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা। দারিদ্র্য বিমোচন, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্রীড়াসহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন সূচকের প্রবৃদ্ধির ফলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তাই বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার সবগুলো শাসনকাল চিহ্নিত হয় স্বর্ণযুগ হিসেবে।