আর কখনো পথ হারাবে না বাংলাদেশ: ড. মো. হারুন-উর-রশিদ আসকারী
প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১১:১২ পিএম | অনলাইন সংস্করণ
আমরা নৈতিকভাবে স্লোগান দিতে গিয়ে বল যতদিন শেখ হাসিনার হাতে বাংলাদেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ। শেখ হাসিনা ইতোমধ্যেই বাংলাদেশের উন্নয়নের এক ‘রোল মডেল’ হিসেবে স্বীকৃত যা বিশ্বনেতাদের নিকটও আলোচিত। আর এই সব কিছুই আজ সম্ভব হয়েছে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে। যারা এই পথের জন্য নিজের জীবন দিয়েছেন তাদের আদর্শ, মহান মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে যারা কাজ করছেন তাদের হাতকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৯০০তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এর-তেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, ড. শ্রী বীরেন শিকদার, বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের সাবেক পররাষ্ট্র সচিব প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. ওয়ালি-উর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক, ভোরের পাতা সংলাপের সমন্বয়ক মাকসুদা সুলতানা ঐক্য।
অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, হাজার বছরের বাঙ্গালীর ইতিহাসের পথের দিশা দিয়েছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই পথ কিন্তু সহজ ও সুগম ছিলনা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নৃশংসভাবে আমাদের জাতির পিতাকে সপরিবারে হত্যার পর আমরা পথ হারাতে বসেছিলাম। এবং যারা এদেশের শত্রু দেশী ও আন্তর্জাতিকভাবে তারা দীর্ঘ ২১ বছর এদেশকে পিছনের দিকে নিয়ে যাচ্ছিল। বঙ্গবন্ধুর মৃত্যুর পর ২১ বছর আরও একটি অন্ধকার যুগে ছিল। যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সে বাংলাদেশের মাথা নিচু হয়ে গিয়েছিল এই ২১ বছরে সামরিক শাসনামলে। ২১ বছর পর যখন আওয়ামী লীগ ফের দেশের শাসন ব্যবস্থায় আসীন হলেন তখন থেকে আবার বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করলো। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পথ অতিক্রম করে আমাদের জন্য আগামীর পথ রেখে গিয়েছেন, যে পথে তিনি বঙ্গবন্ধু থেকে বিশ্ব বন্ধু হয়েছেন সেই পথে অত্যন্ত সফলভাবে লক্ষ্য করে তার স্বীয়গুণে সে পথ মেনে জননেত্রী শেখ হাসিনা ক্রমাগত নিজেকে ভেঙ্গে ভেঙ্গে বাংলাদেশের মানুষের নেতৃত্ব থেকে বিশ্ব নেতৃত্বে, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক থেকে ক্রমাগত তিনি বিশ্ব নেত্রীতে রূপান্তরিত হচ্ছেন। সুতরাং আজকের ভোরের পাতা সংলাপের মাধ্যমে সামনের জাতীয় নির্বাচনে দেশ পথ হারাবার সম্ভাবনা সৃষ্টিকারীদের প্রত্যাখ্যান করছি এবং যারা এই পথের জন্য নিজের জীবন দিয়েছেন তাদের আদর্শ, মহান মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে যারা কাজ করছেন তাদের হাতকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি।