সৈকতে ভেসে এলো বিষধর উজ্জ্বল প্যারাবন সাপ
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৯:২৬ পিএম | অনলাইন সংস্করণ
কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিষধর একটি উজ্জ্বল প্যারাবন সাপ। এটির দৈর্ঘ্য দেড় ফুট। বুধবার রাতে সৈকতের জিরো পয়েন্টে সাপটি দেখতে পায় স্থানীয়রা।
এসময় সাপটি এক নজর দেখতে ভীড় জমায় পর্যটকরা। তবে ঠিক কোন সময় সাপটি ভেসে এসেছে সেটি নিশ্চত করতে পারেনি কেউ। এরপর সাপটি ডলফিন রক্ষা কমিটি ও এনিমেল লাভার অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা সাপটি উদ্ধার করে সৈকতে ঝাউবনে অবমুক্ত করে।
এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, সাপটি আমাদের সদস্যরা ডলফিন রক্ষা কমিটির সহয়তায় অবমুক্ত করেছে। এটি মূলত সুন্দরবনের দুর্লভ আবাসিক সাপ।