প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১১:৫৭ পিএম আপডেট: ২৪.১১.২০২২ ১২:১৪ এএম | অনলাইন সংস্করণ
বর্তমান বৈশ্বিক অবস্থার মধ্যে কম উন্নত দেশগুলো যেভাবে অর্থনীতিক বিপর্যয়ের মধ্যে পড়েছে সেখানে বাংলাদেশের উইপোকা গুলো এই বিষয়টাকে সামনে রেখে বেশী কামড়ানো চেষ্টা করছে। শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের এমন শিখরে নিয়ে গেছেন যেখানে বিগত কয়েক বছরের ধাক্কা যেমন করোনা ও বর্তমানে অর্থনৈতিক মন্দাবস্থা থাকা সর্তেও বাংলাদেশ আজও উন্নতির সীমাহীন চূড়ায় আহরণ করছে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৮৯৫তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, বেলজিয়াম আওয়ামী লীগের উপদেষ্টা, বেলজিয়াম বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুক মির্জা, ব্যারিস্টার, লিংকনস ইন লন্ডন (পাবলিক এক্সেস) ১২ ওল্ড স্কয়ার চেম্বার, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা চৌধুরী হাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক, ভোরের পাতা সংলাপের সমন্বয়ক মাকসুদা সুলতানা ঐক্য।
সুলতান মাহমুদ শরীফ বলেন, বর্তমান বৈশ্বিক অবস্থার মধ্যে কম উন্নত দেশগুলো যেভাবে অর্থনীতিক বিপর্যয়ের মধ্যে পড়েছে সেখানে বাংলাদেশের উইপোকা গুলো এই বিষয়টাকে সামনে রেখে বেশী কামড়ানো চেষ্টা করছে। বাংলাদেশের পরম সৌভাগ্য যে ৩০ লক্ষ্য শহীদের আত্মত্যাগের মাধ্যমে যে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন সেই স্বাধীনতার প্রাণ পুরুষ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার শিক্ষা এবং দীক্ষা আমাদেরকে আজকে থেকে ৫১ বছর আগে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য উদ্দীপক হিসেবে কাজ করেছিল। সেদিন আমরা যে উদ্দেশ্যে এই দেশটাকে স্বাধীন করার জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সেই উদ্দেশ্য আজ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছেন জাতির পিতা কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমানে সাড়া বিশ্বের সরবস্রেস্ত রাষ্ট্রনায়ক ও সমগ্র বিশ্বের দুঃখী মানুষের নন্দিত নেত্রীতে পরিণীত হয়েছেন। তিনি বাংলাদেশকে উন্নয়নের এমন শিখরে নিয়ে গেছেন যেখানে বিগত কয়েক বছরের ধাক্কা যেমন করোনা ও বর্তমানে অর্থনৈতিক মন্দাবস্থা থাকা সর্তেও বাংলাদেশ আজও উন্নতির সীমাহীন চূড়ায় আহরণ করছে। যেখানে বিশ্বের প্রধান শক্তিধারী দেশগুলো আজ হাবুদুবি খাচ্ছে সেখানে আমাদের দেশ ভালো থাকার কথা ছিলোনা কিন্তু সেই অবস্থায়ও বাংলাদেশের জনকল্যাণমূলক সরকারের প্রধান শেখ হাসিনা বাঙলার সমস্ত মানুষকে একত্রিত করে তার উদ্দমি চেষ্টায় বাংলাদেশ আজ নতুন মাত্রায় প্রকাশ পেয়েছে। সবার একত্রিত প্রচেষ্টায় বাংলাদেশ আজ সাড়া বিশ্বে নন্দিত হচ্ছে।