বাঙালি জাতির আস্থার নাম শেখ হাসিনা: ড. নাজমুল আহসান কলিমউল্লাহ
প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ১১:৪১ পিএম | অনলাইন সংস্করণ
আসলে একদল মানুষ আছে যারা সবসময় বাংলাদেশের নামে অপপ্রচার করে বেড়ায়। কেন্দ্রীয় ব্যাংকে টাকা নাই, বাংলাদেশ শ্রীলংকা হয়ে যাবে, এইধরনের আষাঢ়ে গল্প তারা সব সময় বলে আসছে। আমার দৃঢ় বিশ্বাস আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সব সময় সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আসছে, যেভাবে প্রাকৃতিক ও রাজনৈতিক দুর্যোগ মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সে অগ্রযাত্রার স্রোতধারায় এই ধরণের সকল ষড়যন্ত্র ভেসে যাবে।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৮৮৬তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাবউদ্দিন মোহাম্মদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।
ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, একসময়ে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। খরা, বন্যা ও দরিদ্র মানুষের ক্লিষ্ট চেহারা ছিল সেই বাংলাদেশের প্রতিচ্ছবি। কিন্তু গত এক দশকে এ গল্প থেকে ভিন্ন গল্প তৈরি হয়েছে । তলাবিহীন ঝুড়ি আখ্যায়িত রাষ্ট্র এখন তৈরি পোশাক উৎপাদনে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ। জাহাজ, সিমেন্ট থেকে কাগজ, ওষুধ থেকে পাদুকা, ইস্পাত থেকে আইসিটি শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে। চার যুগ আগে বাংলাদেশকে শাসন করত যে পাকিস্তানিরা, তারাও এখন বাংলাদেশকে উন্নয়নের অনুকরণীয় মডেল হিসেবে স্বীকার করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত নানা ইতিবাচক কর্মসূচির ফলে উন্নয়ন অগ্রযাত্রায় বদলে যাচ্ছে দেশের চেহারা। সবকিছু ছাপিয়ে উন্নয়নের মহাসড়কে দুবার্র গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ।