নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৬:০৮ পিএম আপডেট: ১৬.১১.২০২২ ৬:১১ পিএম | অনলাইন সংস্করণ
নাইক্ষ্যংছড়ি-বাংলাদেশ-মিয়ানমার নাইক্ষ্যংছড়ি সদর ইউপির সীমান্তের ৮নং ওয়ার্ডের ৪৪,৪৫ সীমান্ত পিলার দিয়ে বুধবার (১৬ নভেম্বর) ভোর ৬ টার সময় কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউপির হাজির পাড়ার আবুল কাসেমের ছেলে মোঃ বেলাল(৩৭) মিয়ানমারের কিছুটা অভ্যন্তরে গরু আনতে গেলে মাটির ভিতরে মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক পুতে রাখা মাইন বিস্ফোরণে উড়ে গেছে তার বাম পা।
তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে স্থানীয় কয়েকজন জানান, মিয়ানমার থেকে চোরাই পথে সস্তা দামে গরু আনতে গিয়ে আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন এখনো।
এব্যাপারে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উক্ত বিষয়ে তিনি অবগত হয়েছেন।