প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ২:২১ পিএম | অনলাইন সংস্করণ
পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেছেন, ক্ষেপণাস্ত্র কে ছুঁড়েছে তার সুস্পষ্ট কোনো প্রমাণ নেই।
পোল্যান্ডের এক গ্রামে মঙ্গলবার এ ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন নিহত হয়েছে।
প্রেসিডেন্ট দুদা বুধবার সাংবাদিকদের বলেছেন, কে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তার স্পষ্ট প্রমান এ মুহুর্তে আমাদের কাছে নেই। তদন্ত চলছে। খুব সম্ভব এটি রাশিয়ার তৈরি।
এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার তৈরি বলে জানিয়েছিল। একারণে অবিলম্বে বিস্তারিত ব্যাখার জন্যে ওয়ারশতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছিল।
দুদা আরও বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা বলেছেন। এ সময়ে বাইডেন মর্মান্তিক এ ঘটনা তদন্তে আমেরিকান বিশেষজ্ঞরা সহায়তা করবে বলে জানান।
প্রেসিডেন্ট দুদা বলেন, ন্যাটো চুক্তির আর্টিকেল ফোরের আওতায় সংস্থাটিতে পোলিশ দূত বুধবার ব্রাসেলসে জোটের অন্য রাষ্ট্রদূতদের সাথে পরামর্শ বৈঠক আয়োজনের জোর অনুরোধ জানাবে।
আর্টিকেল ফোর অনুযায়ী ন্যাটোভুক্ত কোন সদস্য রাষ্ট্র তার আঞ্চলিক অখন্ডতা, রাজনৈতিক স্বাধীনতা কিংবা নিরাপত্তা ঝুঁকিপূর্ণ মনে করলে এ ধরনের পরামর্শ সভা ডাকতে পারে। খবর: বাসস