প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৮:২২ পিএম | অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায়’ ২০২২-২০২৩ অর্থবছরে বিনামূল্যে গম, ভূট্টা, মুগ, মসুর, চিনাবাদাম বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল পৌনে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোসিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাসরিন আকতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা।
এসময় বক্তারা বলেন, দেশে এখনও কৃষির গুরুত্ব অনেক বেশি। এক ইি জমি যেন ফাঁকা না থাকে সরকার সেদিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন। তিনি আরো বলেন, কৃষির যে অর্জন তা কোন যাদুর কাঠিতে অর্জন হয়নি। বর্তমান সরকারের অনেক অবদান রয়েছে, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে মাঠ পর্যায়ের কর্মকর্তারা আগের চেয়ে অনেক বেশি কাজ করছেন। এজন্যই প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে বীজ ও সার এ উপজেলায় কৃষকদের প্রনোদনা দেয়া হচ্ছে।
সদর উপজেলার ১৪টি ইউনিয়নে এই প্রনোদনার আওতায় বিনামূল্যে ৮ হাজার ১'শ কৃষকের মাঝে গম ২০ কেজি, ভূট্টা ২ কেজি, সরিষা ১ কেজি, ১০ কেজি চিনাবাদাম বীজ, শীতকালীন পেঁয়াজ ১ কেজি, ৫ কেজি মুগ, ৫ কেজি মসুর বীজ এবং ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।