শেখ হাসিনার নেতৃত্বে ইতিবাচক পথেই হাঁটছে বাংলাদেশ: ড. নাজমুল আহসান কলিমউল্লাহ
প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ১০:৩৩ পিএম | অনলাইন সংস্করণ
আমাদের এখানে নির্বাচনের আগে সব সময় দেখেছি যে পর্দার অন্তরালে ও বাহিরে নানামুখী দৃশ্যমান ও অদৃশ্যমান সুতোর টান দেখতে পাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত, বলিষ্ঠ ও অবিচল নীতি-নেতৃত্বে রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে পরিকল্পিত উন্নয়নের পথে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। শেখ হাসিনা তার উন্নয়নকামী জীবন দর্শন ও কর্মনিষ্ঠায় প্রমাণ করেছেন তিনি উন্নয়ন রূপান্তরের যথার্থই নজিরবিহীন রোল মডেল।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৮৮১তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, আমাদের এখানে নির্বাচনের আগে সব সময় দেখেছি যে পর্দার অন্তরালে ও বাহিরে নানামুখী দৃশ্যমান ও অদৃশ্যমান সুতোর টান দেখতে পাই। আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ নিতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারিতেই এ ঋণের প্রথম কিস্তি পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এই মিশনকে সামনে রেখে বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিকটি যেভাবে তাদের খবরের পাতায় এটার ট্রিটমেন্ট দিয়েছে সেটা আসলেই আশ্চর্যজনক। আমাদের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই বিষয়কে কেন্দ্র করে বলেছেন আমরা যেভাবে চেয়েছিলাম আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সেভাবেই আমাদের ঋণ দিচ্ছে। কিন্তু যেভাবে এই বহুল প্রচারিত এই পত্রিকাটি এটাকে আমাদের সামনে হাজির করেছে সেটাকে কোনভাবেই ইতিবাচক বলা যাবেনা। একটা বিশাল পাঠকশ্রেণীকে প্রভাবিত করার জন্য তারা এই কৌশলের আশ্রয় নিয়েছেন। এটা আমাদের কাছে পরিষ্কার। আসলে অনেক সময় আমাদের কাছে অনেক ভালো কিছুই সহ্য হয় না। নেতিবাচক কোন বিষয় নিয়ে জল্পনা-কল্পনা করা এটা অনেকটা আমাদের মজ্জাগত বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখন আমাদের সময় এসেছে যে যেকোনো বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা।