প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৯:০২ পিএম | অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কৃষি উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরে প্রণোদনা কর্মসূচের আওতায় গম, সরিষা, ভুট্টা, চীনাবাদাম, মুগ ডাল, মসুর ডাল শীতকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাগুরার শালিখা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী রাসায়নিক সার ও বীজ বিতরনের এ কার্যক্রম আজ বুধবার বিকালে শেষ হবে। এর আগে গত সোমবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডঃ শ্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: শ্যামল কুমার দে, উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু, মাগুরা জেলা পরিষদের সদস্য মুন্সি আবু হানিফ, শালিখা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মিলন ঘোষ প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন। অনুষ্ঠানে উপজেলার তালখড়ি, আড়পাড়া, গঙ্গারামপুর শালিখা, বুনাগাতী, ধনেশ্বরগাতী সহ সাতটি ইউনিয়নের ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এ সময় প্রধান প্রধান অতিথির বক্তব্যে ডঃ শ্রী বীরেন শিকদার বলেন, কৃষক আমাদের দেশের উন্নয়নে তৃণমূলের কারিগর তাদের উপরেই নির্ভর করে বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। তাই জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষি বিভাগ বাংলাদেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের যে কার্যক্রম সম্পন্ন করছে তা সত্যই প্রশংসার দাবি রাখে। পাশাপাশি তিনি, কোন জমি পতিত না রেখে তার যথাযথ ব্যবহারের অনুরোধ জানান কৃষকদের প্রতি।