সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কক্সবাজারে পাসপোর্ট অফিসারকে বদলির দাবীতে মানববন্ধন
কক্সবাজার জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৯:০১ পিএম | অনলাইন সংস্করণ

কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে লাগাতার সীমাহীন অনিয়ম-দুর্নীতি ও গ্রাহকদের হয়রানি বন্ধ এবং জাতীয় পরিচয়পত্র(এনআইডি) দিয়ে পাসপোর্ট প্রদানসহ অনতিবিলম্বে দুর্নীতিবাজ সহকারী পরিচালকের শান্তিমূলক দাবীতে বিশাল বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(০৮ নভেম্বর) সকাল ১০টার দিকে“আমরা কক্সবাজারবাসী” শহর শাখার উদ্যোগে জেলা প্রশাসক চত্ত্বরের সামনে এ বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শহর শাখার সভাপতি সফিনা আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা শাখার সহ সভাপতি যথাক্রমে- কমরেড সমীর পাল, মেহেরুজ্জামান, কামাল উদ্দিন রহমান পেয়ারো, মাহবুবুল আলম মাহাবু, এবং সাংবাদিক এম আর খোকন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মহসীন শেখ, মৌলানা ইয়াসিন হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুল হক, শহর শাখার সিনিয়র সহ সভাপতি শহিদুল্লাহ মেম্বার, কল্লোল দে, এম,ইউ,পি স্বপন কান্তি দে, বিশিষ্ট তরুণ গবেষক মোহাম্মদ ইলিয়াস মিয়া, শহর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল রিফাত, মোহাম্মদ সেলিম, শামীম চৌধুরী, শহর শাখার আওতাধীন ৭নং ওয়ার্ডের সভাপতি ডাক্তার ছৈয়দ নুর ও সাধারণ সম্পাদক শেফায়েত কামাল সৌরভসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 

সভা শেষে পাসপোর্ট অফিসে দুর্নীতি বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রধান করেন সংগঠনের নেতৃবৃন্দ। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান স্মারকলিপি গ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন "কক্সবাজারে স্থানীয় লোকের পাসপোর্ট করতে আবেদনকারীর জম্মনিবন্ধন, এনআইডি, পিতামাতার জাতীয় পরিচয় পত্র থাকার সত্ত্বেও,ভুলবাল দেখিয়ে  কক্সবাজার পাসপোর্ট অফিসের কর্তৃপক্ষ বছরের পর বছর ঘুুরাচ্ছে। এছাড়া পাসপোর্ট অফিসকে ঘিরে বিশাল দালাল সিন্ডিকেট গড়ে তুলেছে তাঁরা। যার কারণে বিদেশ গমণ করতে ইচ্ছুক লোকজন বিদেশে যেতে পারছেনা। এছাড়া কক্সবাজার পাসপোর্ট অফিসের অসাধু  কর্মকর্তাকে বদলি করতে ও এই হয়রানি থেকে সেবাপ্রাপ্তিরা রেহাই পেতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় ভিক্ষুব্ধরা"।

এছাড়া বক্তরা আর-ও বলেন, "নতুন পাসপোর্ট করতে সেসব ডকুমেন্টস দিতে হয় আবার পাসপোর্ট রিনিউ করতেও একই কাগজপত্র দিতে হয়। ফলে কক্সবাজারের নাগরিকরা ব্যাপক হয়রানির সম্মূখীন হচ্ছে।  পাসপোর্ট হাতে পেতে ইচ্ছেকৃত বিলম্বের কারণে বহু মানুষকে সীমাহীন সমস্যার মুখোমুখি হতে হয়।
পাসপোর্ট অফিস গেলেই সাধারণ মানুষকে সেখানে দায়িত্বরত কর্মকর্তা, কর্মচারী থেকে শুরু করে আনসার সদস্যদের হাতে নাজেহাল হতে হয়।এসবের কারণে পাসপোর্ট প্রার্থীদের দালালদের খপ্পরে পড়তে হয়।

বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ তুলে বলেন, পাসপোর্ট অফিসে দায়িত্বরতদের সঙ্গে যোগসাজশে মাঠে রয়েছে বিশাল দালাল সিন্ডিকেট। তাদের খপ্পরে পড়ে বহু মানুষ নিঃস্ব হয়ে পড়েছে।

পাশাপাশি, কক্সবাজারে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যদি দুর্নীতি বন্ধ না হয় তাহলে কঠোর লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]