প্রকাশ: রোববার, ৬ নভেম্বর, ২০২২, ৯:১৭ পিএম | অনলাইন সংস্করণ
দেশ ভার্চুয়ালী কতটুকু তরান্বিত হয়েছে তার অনেকটাই ডিজিটাল মেলার মাধ্যমে অনুমান করা যায়। এ মেলায় উপজেলার প্রতিটি দপ্তর ও সেক্টরের লোকজন তারা তাদের সৃষ্টিশীল কর্মকাণ্ড প্রদর্শন করবে। যা প্রদর্শন পূর্বক পর্যবেক্ষকবৃন্দ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নির্ণয় করে পুরস্কাকৃত করবেন। মাগুরার শালিখায় ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে আজ রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে প্রেস ব্রিফিংকালে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের এসব কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আগামী ৭ ই নভেম্বর উপজেলা পরিষদ প্রাঙ্গনে দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজিব ওয়াজেদ জয় এর সার্বিক দিক নির্দেশনায় প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবন ও সেবা তৈরীর মাধ্যমে ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন কার্যক্রম সম্ভব হয়েছে । রূপকল্প ২০২১ এর লক্ষ্য অর্জনের ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে ইস্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এরই ধারাবাহিকতায় মন্ত্রী পরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে এটুআই এর উদ্যোগে সমগ্র দেশের স্থানীয় প্রশাসনের ন্যায় শালিখা উপজেলাতেও ডিজিটাল উদ্বোধনী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় মোট ৩০ টি স্টল ও চারটি প্যাভিলিয়ন থাকবে। মেলায় মোট তিনটি ক্যাটাগরিতে সর্বোচ্চ তিন জন প্রতিযোগীকে জেলা পর্যায়ে প্রতিযোগীতার জন্য প্রেরন করা হবে।
ডিজিটাল মেলা উদ্বোধন করবেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার এবং মেলা শেষে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন ১লা নভেম্বর শুরু হয়ে ২০ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত innovationquiz.a2i.gov.bd ওয়েব সাইটে নিবন্ধন করা যাবে।কুইজ প্রতিযোগিতা আগামী ৩০ নভেম্বর ২০২২ তারিখ অনলাইনে রাত ৮-৯ টার মধ্যে যেকোনো ২০ মিনিট অনুষ্ঠিত হবে। জাতীয় কুইজে অংশগ্রহনকারী তিনটি গ্রুপের থেকে তিন জন বিজয়ীকে ল্যাপটপ,মোবাইল,ট্যাবসহ আকর্ষণীয় পুরুস্কার দেওয়া হবে।