প্রকাশ: রোববার, ৬ নভেম্বর, ২০২২, ৮:১৬ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশে তৃতীয় প্রজন্মের টেলিকম সেবা থ্রি-জি আগামী বছরের জানুয়ারি থেকে আর থাকছে না। শুধু টু-জি এবং ফোর-জি সেবা সচল থাকবে। ৯৮ ভাগ অঞ্চল ফোর-জি সেবার অন্তর্ভুক্ত হয়েছে।
রোববার (৬ নভেম্বর) বিটিআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, থ্রি-জি সেবার এখন আর কোনো প্রয়োজনীয়তা নাই। এটিকে ইতোমধ্যে ফোর-জি দিয়ে রিপ্লেস করা হয়েছে। তবে মিনিমাম নেটওয়ার্ক হিসেবে টু-জি সেবার দরকার রয়েছে। তাই আমাদের টু-জি এবং ফোর-জি সেবা থাকবে।১ জানুয়ারি থেকে থ্রিজি ফোন আমদানি ও উৎপাদন বন্ধ করা হবে।
এর ফলে যাদের ফোনে সর্বোচ্চ থ্রি-জি রয়েছে তারা শুধু টু-জি সেবা পাবে কি না- এমন প্রশ্নের জবাবে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, একটি অপ্রচলিত প্রযুক্তি (থ্রি-জি) আমরা ব্যবহার করব কেন। বরং থ্রি-জির যেই সুযোগটা আছে, সেটা ফোর-জিতে ব্যবহৃত হবে।
এছাড়া মোবাইল অপারেটরদের মান পর্যবেক্ষণে আনা নতুন কিউওএস বেঞ্চমার্কিং সিস্টেমের ফলে বিটিআরসির সক্ষমতা বাড়বে বলে মনে করেন মন্ত্রী।
মানসম্মত সেবা দিতে না পারায় এ বছরের জুনে গ্রামীণ ফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় বিটিআরসি। পরবর্তীতে বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা আংশিক কমিয়ে পুরাতন অব্যবহৃত সিম বিক্রির অনুমোদন দেয়া হয়।
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার জানান, নতুন কিংবা পুরাতন কোনো সিমই বিক্রি করতে পারবে না গ্রামীণফোন।