বাফেদার চেয়ারম্যান আফজাল করিম জানান, চলমান ডলার সংকটে বৈধভাবে রেমিট্যান্স বাড়াতে এসব উদ্যোগ নিয়েছে এবিবি ও বাফেদা।
তিনি বলেন, এবিবি ও বাফেদা ধারাবাহিক বৈঠকের মতোই আমাদের আজকের মতবিনিময় সভা হয়েছে। সভার সিদ্ধান্ত মতে- এখন থেকে ব্যাংকগুলো ১০৭ টাকায় রেমিট্যান্স এবং ১০০ টাকায় রফতানি আয় সংগ্রহ করবে। পাশাপাশি প্রবাসীদের সুবিধার্থে রেমিট্যান্স পাঠানোর চার্জ বা কমিশন ফি মওকুফ করা হয়েছে। কোনো ধরনের খরচ ছাড়া সোমবার থেকে প্রবাসীরা রেমিট্যান্স পাঠাতে পারবেন।
একই সঙ্গে ছুটির দিনও এক্সচেঞ্জ হাউজ খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে ব্যাংকগুলোর পক্ষ থেকে। ফলে ছুটির দিনগুলোতেও রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসীরা।