প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ১০:৪৭ পিএম | অনলাইন সংস্করণ
ফরিদপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী। যদিও প্রতিপক্ষ কিছু অনিয়ময়ের অভিযোগ দিয়েছে। যদিও সেখানে ভোটারদের উপস্থিত সংখ্যা অনেক কম ছিল কিন্তু বাংলাদেশে এর আগে যত উপনির্বাচন হয়েছে সেখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে ভোটার উপস্থিত বা ভোটার সংখ্যা নিতান্তই কম ছিল। এটাতে আশ্চর্য হবার কিছুই নেই।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৮৭৯তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
উৎপল দাস বলেন, সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা না থাকলে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিরুদ্ধে এই দুঃসাহস কেউ নিতো না। বাঙালি জাতিকে বিশ্বে নেতৃত্ব দেবে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন শেখ হাসিনা। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে ঘুরে দাঁড় করিয়েছিলেন বঙ্গবন্ধু। তারই কন্যা শেখ হাসিনা মৃত্যুকে ভৃত্য মনে করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ২১ বার জীবন মৃত্যুকে পায়ে ঠেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু পাকিস্তান থেকে বাংলাদেশে রুপান্তরিত করেছেন। আর শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম করেছেন। দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। মানুষের ভোট ও ভাতের অধিকার আন্দোলন করে আজকের প্রধানমন্ত্রী। বিএনপি সন্ত্রাস নৈরাজ্যের পথেই হাঁটছে, তারা যাতে কোন সংঘাত সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।