প্রকাশ: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৮:৪৯ পিএম | অনলাইন সংস্করণ
বিএনপির মহাসমাবেশ শেষ হওয়ার পর বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। সেই সাথে ভোলা-বরিশাল রুটে চলছে স্পিডবোট।
শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যা থেকে যাত্রী পরিবহন শুরু হয়। তবে আগামীকাল রোববার (৬ নভেম্বর) সকাল ৬টা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল শুরু হবে।
তবে অভ্যন্তরীণ রুটে এখনো লঞ্চ চলাচল শুরু হয়নি। এছাড়া নগরীতে থ্রি-হুইলারসহ সকল ধরনের যান চলাচল স্বাভাবিক হয়েছে।
অপরদিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে রাতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাবে না বলে জানিয়েছে বাস মালিক সমিতির সভাপতি গোলাম মাশরেক বাবলু। তিনি বলেন, আমাদের আল্টিমেটাম ছিল আগামীকাল রোববার সকাল ৬টা পর্যন্ত। তাই এর আগে বাস চলাচল সম্ভব নয়।
গত বৃহস্পতিবার পূর্ব ঘোষণা ছাড়াই বরিশাল-ভোলা রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়। এর আগে গত ৩০ অক্টোবর বাস মালিক ও শ্রমিকদের হয়রানি বন্ধসহ ৫ দফা দাবিতে ৪ ও ৫ নভেম্বর সবধরনের তিন চাকার যানবাহনের ধর্মঘট ডাকে শ্রমিক ইউনিয়ন।