প্রকাশ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ১০:১৩ পিএম | অনলাইন সংস্করণ
কী নামে ডাকিবো শিশু
ভাবিছে ব্যাকুল প্রাণপণ,
সূর্যিমামার স্বপ্নকুঁড়ি -
মা-লক্ষ্মীর ধন।
শুভদিনের উদয়নে
জাগিছে লেখকপ্রাণ,
কবিমনের মূর্ছনাতে-
গাহিছে সুরের গান।
এলো-রে এক সূর্যমুখী
স্বপ্নরাঙা মুখ,
উপচে'পড়া রূপের ঝলক -
নিবাসলয়ের সুখ।
মিষ্টিমুখী জ্যোতির্ময়ী
জন্ম নিলো বঙ্গে,
চন্দ্রদ্বীপের ধ্রুবতারা
শিশুপ্রাণের অঙ্গে।
মুখাবয়বে লাবণ্যময়ী
স্বপ্নপূরীর মায়া,
প্রাণজুড়ানো হাসির ঝিলিক-
প্রকৃতিরই ছায়া।
জন্ম নিলে ভরদুপুরে
জ্বলজ্বল করে মুখ,
শুভাশিষের বার্তাবাহী-
আগামীরই সুখ।
বহ্নিআঁখি প্রদীপ জ্বলে
আকাশ-নীলের আলো,
মাতৃমনে স্বপ্নআঁকা-
স্বপ্নপুরী চলো।
টিয়াপাখির প্রাণ সপিয়া
উদয়িত তারা,
বাড়িবে তুমি পিতৃ ল’য়ে-
মামাপ্রাণের ছায়া।
আজ যে মোদের মনজুড়িয়া
আনন্দেরই বন্যা,
শুভ-শুভ জন্মক্ষণে-
নবজাতক কন্যা।
লেখকঃ সিনিয়র সাংবাদিক, কলামিস্ট ও ইতিহাস গবেষক।
(রচনাঃ বুধবার ২-১০-২০২২ ইং)