প্রকাশ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৯:২০ পিএম | অনলাইন সংস্করণ
আতঙ্ক কাঠছেনা নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্তের ৩৪,৩৫ সীমানা পিলার কাছাকাছি বসবাসরত লোকজন। মিয়ানমার ভিতরে তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সেনাবাহিনী এবং বিদ্রোহী সংগঠন আরকান আর্মির মধ্যে ছোট বড় সংঘর্ষ চলমান রয়েছে এখনো।
এতে হতাহতের ঘটনা ঘটেছে অনেক,তাদের মধ্যকার এই সংঘর্ষের কারণে নাইক্ষ্যংছড়ি সীমান্ত জনপদের অসংখ্য মানুষ তাদের ব্যবহারিত গোলাবারুদ বিস্ফোরণের ব্যাপক শব্দে আতঙ্কে সময় কাটাছেন।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আলম জানান বৃহস্পতিবার রাত ১২টার দিকে তমব্রু জনপদের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখন মিয়ানমারের ভিতর থেকে শব্দ করে ১টি হেলিকপ্টার তাদের সীমারেখায় ঘুরেফিরে পরপর বেশ কয়েকটি গোলাবারুদ নিক্ষেপ করে। সে দেশের ভিতরে থাকা বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরকান আর্মির উপর, উক্ত বিস্ফোরণের শব্দে ভয়ে আতঙ্কে জেগে ওঠেন এলাকার মানুষরা।
তমব্রু বাজারের ব্যাবসায়ী মোঃ সরোয়ার জানান শুক্রবার দুপুর ১২টা থেকে ২টা পযর্ন্ত মোট ৭টি আর্টিলারি মর্টারশেল বিস্ফোরণের বড় পরিসরে শব্দ এসেছে মিয়ানমারের সামান্য ভিতর থেকে,এতে জুমার নামাজে আগত অনেক মুসল্লির দের মাঝে মনে ভয় কাজ করেছে।
অপর দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আওতাভুক্ত জামছড়ি ৪৪,৪৫,সীমানা পিলারের মাঝামাঝি দিয়ে বৃহস্পতিবার সকাল ১১টা ৪৪ মিনিটের সময়,মিয়ানমারের কিছুটা ভিতর দিয়ে একটি যুদ্ধ বিমান আওয়াজ করে উড়ে গিয়েছে বলে লোকমুখে শুনেছেন বলে জানান স্থানীয় ইউপি সদস্য মোঃ ফরিদ।