প্রকাশ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৯:১৮ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। স্বাধীনতার ৫০ বছর পর প্রথমবারের মতো সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বেলা সোয়া ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ, জেলা আ.লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতার পর গত ৫১ বছরে আমাদের যা কিছু অর্জন, তা বঙ্গবন্ধু শেখ মুজিব হাত ধরেই অর্জিত হয়েছে। মাত্র সাড়ে ৩ বছরে জাতির পিতা বঙ্গবন্ধু যুদ্ধ-বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করেন। বঙ্গবন্ধুর চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা দেশের সেবক হয়ে কাজ করছি। ময়ুর সিংহাসনে বসে কাজ করা আমাদের মনমানসিকতা নয়, সেই শিক্ষা দিয়েছে বঙ্গবন্ধু এবং সংবিধান। বঙ্গবন্ধু বলেছিলেন, এ সংবিধান শহীদের রক্তে লিখিত, এই সংবিধান সমগ্র জনগনের আশা আকাঙ্খার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে। এইটিকে নিয়ে ছেলে খেলার সুযোগ নেই। এ সংবিধান ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে। এটিকে বুকে ধারণ করে স্বপ্নের সোনার বাংলা গড়ার কারিগর বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্যোন্নয়নের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিরলস কাজ করে যাচ্ছেন। আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। উন্নয়নের এ গতিধারা অব্যাহত থাকলে বিশ্ব দরবারে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যেই জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত হবে।