দেশের স্বার্থে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ড. নাজমুল আহসান কলিমউল্লাহ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ১০:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
আমরা চাইবো নির্বাচন কমিশন এমন কোন সিদ্ধান্ত নিবে না যেটা নিয়ে নতুন আরেকটি ফ্রন্ট তৈরি হয়ে যায়। আমরা আশাবাদী দেশে শান্তি বিরাজ করবে এবং রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মত প্রকাশ করবার যে কালচার রয়েছে যা আমাদের জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি করে দিয়েছেন সেটা অব্যাহত থাকবে এবং তার কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও এই ধারা অব্যাহত রাখবেন।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৮৭০তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, ইতালি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচিত সভাপতি কে এম লোকমান হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, বাংলাদেশে সবচে সংগঠিত রাজনৈতিক দল জামায়াত ইসলাম। আমরা জানি যে তারা মৌল ধারার রাজনীতি করে কিন্তু পাশ্চাত্যের একটি অংশের সাথে তাদেরকে তুলনা করা হয়। সেটা তাদের জন্য একটা সুবিধা বটে। আরেকদিকে তারা এখন বলছে যে, যারা যুদ্ধাপরাধী ছিল তারা ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে অনেকেই তাদের দল থেকে ছিটকে গিয়েছে এবং যারা স্বাধীনতার পরে জন্ম গ্রহণ করেছে তাদেরকে যুদ্ধাপরাধী বলার সুযোগ নেই। সুতরাং তারা জামায়েতের রাজনীতি করতেই পারে। আমরা চাইবো নির্বাচন কমিশন এমন কোন সিদ্ধান্ত নিবে না যেটা নিয়ে নতুন আরেকটি ফ্রন্ট তৈরি হয়ে যায়। আমরা আশাবাদী দেশে শান্তি বিরাজ করবে এবং রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মত প্রকাশ করবার যে কালচার রয়েছে যা আমাদের জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি করে দিয়েছেন সেটা অব্যাহত থাকবে এবং তার কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও এই ধারা অব্যাহত রাখবেন।