প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৮:৫৪ পিএম | অনলাইন সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে একটি নীলগাই উদ্ধার করেছে জনসাধারণ। পরে ওই নীলগাইটি উদ্ধার করে প্রশাসন। বুধবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকা থেকে উদ্ধার করা হয় পশুটি। এসময় নীলগাইটি দেখতে উৎসুক স্থানীয় শত শত জনতা ভীড় করে।
দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম জানান, সীমান্তবর্তী বিলভাতিয়া মাঠে প্রথমে নীলগাইটি দেখার পর স্থানীয়রা ধরার চেষ্টা করে। এসময় পশুটি ক্ষিপ্ত হয়ে দৌড়াতে লাগলে মির্জাপুর, দৌলতবাড়ি ও কামালপুর সহ কয়েকটি এলাকার প্রায় ৫ কিলোমিটার দৌড়ানোর পর স্থানীয়রা আটক করতে সক্ষম হয়।
এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত জানান, এই নীলগাইটি স্থানীয়রা উদ্ধার করে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্থান্তর করা হয়েছে। তিনি আরও বলেন এটি একটি বিদেশী প্রাণী এবং হরিণের জাত। সম্ভবত ভারত থেকে এটি বাংলাদেশে ঢুকে পড়েছে।