প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৮:৫৩ পিএম | অনলাইন সংস্করণ
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নিজ সংসদীয় এলাকার তরগাঁও ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, লেখক, সমাজকর্মী ও সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি।
বুধবার তিনি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেয়া শুরু করেন। পরে তিনি একে একে বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে ক্লাস নেন। তিনি শিক্ষার্থীদের পাঠদান এবং গ্রহণ ছাড়াও ভালভাবে লেখাপড়া করার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন। এ সময় শ্রেণিকক্ষে পাঠদানরত শিক্ষক শিক্ষিকাদেরও পাঠদানের বিষয়ে নানা পরামর্শ দেন।
শিক্ষার্থীরা এমপি কে শিক্ষক হিসেবে পেয়ে অত্যন্ত খুশি হয়েছে আনন্দে আবেগে আপ্লুত হয়ে পরে ক্লাসরুম। ক্লাস গ্রহণ শেষে এমপি বিদ্যালয়ের সার্বিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।