শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্তে শীর্ষে জার্মানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ১০:৫৬ এএম | অনলাইন সংস্করণ

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৪১ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ১৯ হাজার ৪৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, ব্রাজিল, তাইওয়ান, চিলির মতো দেশগুলো।

বুধবার (২৬ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ লাখ ৮৫ হাজার ৮৬১ জন। রোগী শনাক্ত হয়েছেন ৬৩ কোটি ৩৭ লাখ ৭৬ হাজার ৫৮৮ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৬১ কোটি ২৬ লাখ ২০ হাজার ৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় জার্মানিতে সংক্রমিত হয়েছেন ৯৪ হাজার ৭৮৭ জন এবং মারা গেছেন ২৪২ জন। এ নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণ বেড়ে ৩ কোটি ৫৩ লাখ ৮৩ হাজার ১৫ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৯৯৭ জনে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ১৭৮ জন মারা গেছেন। এসময়ে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৩৬৪ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ৯ কোটি ৯১ লাখ ৪১ হাজার ২৫৪ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৯৩ হাজার ৩৩৮ জনে।

বৈশ্বিক সংক্রমণের দিক থেকে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৫৯ হাজার ৬৫৩ জন এবং মারা গেছেন ১৩১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ৩৮১ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ৬৪০ জন।

গত ২৪ ঘণ্টায় জাপানে সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৭০৩ জন এবং মারা গেছেন ৩৮ জন। পূর্ব এশিয়ার দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ২০ লাখ ৫৫ হাজার ৮৩২ জন এবং মারা গেছেন ৪৬ হাজার ৩৪৭ জন।

রাশিয়ায় একদিনে সংক্রমিত ৬ হাজার ৫৭৮ জন এবং মারা গেছেন ৮৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৩ লাখ ৮৬ হাজার ৮৪২ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৯ হাজার ৭১০ জন।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে সংক্রমিত হয়েছেন ৪৮ হাজার ৭১৩ জন এবং মারা গেছেন ১২০ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৩৪ লাখ ৮ হাজার ৩৯৩ জন শনাক্ত এবং মারা গেছেন ১ লাখ ৭৮ হাজার ৭৫৩ জন।

সংক্রমণের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৮৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৪৭৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৪৮ লাখ ৪১ হাজার ২৯৪ জন এবং মারা গেছেন ৬ লাখ ৮৭ হাজার ৭৯৭ জনের।

তাইওয়ানে একদিনে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ২০৩ জন এবং মারা গেছেন ৪২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৭৫ লাখ ১৫ হাজার ৬৩০ জন এবং মারা গেছেন ১২ হাজার ৪২৭ জন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় ১১ জনের মৃত্যু এবং এক হাজার ৫০৯ জন শনাক্ত, পোলান্ডে ২১ মৃত্যু এবং ১ হাজার ৪৭৬ শনাক্ত, ইউক্রেনে ২৬ মৃত্যু এবং শনাক্ত ২ হাজার ৪১৭, চিলিতে ২৮ মৃত্যু এবং শনাক্ত ৩ হাজার ২১৯, ফিলিপাইনে ৩২ মৃত্যু এবং শনাক্ত ৯৪৩ জন এবং হংকংয়ে ১০ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছে ৫ হাজার ২২১ জন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]