প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ১:১১ এএম | অনলাইন সংস্করণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১৮ অক্টোবর বনানী কবরস্থানে শহীদ শেখ রাসেল সহ ১৫ ই আগস্টে নিহত সকল শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন ও সকাল ৯ টায় বনানী কবরস্থান সংলগ্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিকাল ৪ টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, কাকরাইলে আলোচনা সভা ও ১০০ প্রতিবন্ধী শিশুর মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ এর উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, মোটিভেশনাল স্পিকার ও মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি তানভীর শাকিল জয় এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, খায়রুল হাসান জুয়েল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া ও দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জাতীয় কমিটি এবং মহানগর উত্তর-দক্ষিণ এর বিপুল সংখ্যক নেতাকর্মী।