প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ১১:২২ পিএম | অনলাইন সংস্করণ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার দিনটি আতঙ্কে পার করেছেন বাংলাদেশের উপকূলীয় এলাকার মানুষ। তবে শঙ্কা কাটিয়ে উপকূলে মঙ্গলবার সকালে উঠেছে ঝলমলে রোদ। ঘূর্ণিঝড় পরবর্তী সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। সুন্দরবন রক্ষায় আরও যুগান্তকারী পদক্ষেপ নিতে হবে। কারণ, সুন্দরবনের কারণে ঘূর্ণিঝড়ে দেশের ক্ষতি কম হয়।
দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৮৬৮তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের উপদেষ্টা, বেলজিয়াম বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুক মির্জা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।
উৎপল দাস বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং তাণ্ডব চালিয়ে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে গত রাতেই। বর্তমানে এটি লঘুচাপ আকারে উত্তর-পূর্বাঞ্চলে অবস্থান করছে। ঘূর্ণিঝড় কেটে যাওয়ায় দেশের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। দক্ষিণাঞ্চলে বেশ রোদ ওঠার খবরও পাওয়া গেছে। ঢাকায় রোদ উঁকি দিলেও আকাশ মেঘাচ্ছন্ন। তবে সার্বিকভাবে তাপমাত্রা বাড়ছে, যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যেহেতু গত কয়েক বছর ধরে প্রতি বছর কমপক্ষে একটি করে ঘূর্ণিঝড় আঘাত হেনেছে, তাই দুর্যোগ প্রতিরোধে সরকারকে সঠিক এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। ঘূর্ণিঝড় পরবর্তী সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। সুন্দরবন রক্ষায় আরও যুগান্তকারী পদক্ষেপ নিতে হবে। কারণ, সুন্দরবনের কারণে ঘূর্ণিঝড়ে দেশের ক্ষতি কম হয়।