শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বিএনপির বড় বিশৃঙ্খলার চেষ্টা আ.লীগের সতর্কতায় বিফল: তথ্যমন্ত্রী   সংকটকে সম্ভাবনায় রূপ দিতে কাজ করছে সরকার: কাদের   নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু   ‘কিছুই করি নাই শ্রেণিটা’ চোখ থাকতেও দেখে না: প্রধানমন্ত্রী   রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম: পরীমনি   সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন রোনালদো   বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সবসময় সফল: অধ্যাপক ড. ফারুক মির্জা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ১১:২২ পিএম | অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার দিনটি আতঙ্কে পার করেছেন বাংলাদেশের উপকূলীয় এলাকার মানুষ। তবে শঙ্কা কাটিয়ে উপকূলে মঙ্গলবার সকালে উঠেছে ঝলমলে রোদ। ঘূর্ণিঝড় পরবর্তী সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। সুন্দরবন রক্ষায় আরও যুগান্তকারী পদক্ষেপ নিতে হবে। কারণ, সুন্দরবনের কারণে ঘূর্ণিঝড়ে দেশের ক্ষতি কম হয়।

দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৮৬৮তম পর্বে এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের উপদেষ্টা, বেলজিয়াম বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুক মির্জা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোরের পাতার বিশেষ প্রতিনিধি উৎপল দাস।

অধ্যাপক ড. ফারুক মির্জা বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার দিনটি আতঙ্কে পার করেছেন বাংলাদেশের উপকূলীয় এলাকার মানুষ। দমকা হাওয়া, ঝোড়ো বৃষ্টি ও ৭ নম্বর বিপদসংকেত দেখে অনেকেই আশ্রয় নিয়েছিলেন আশ্রয়কেন্দ্রে। তবে শঙ্কা কাটিয়ে উপকূলে মঙ্গলবার সকালে উঠেছে ঝলমলে রোদ। বাংলাদেশে এর আগে ২০২২ সালের ১১ মে থেকে অনেকদিন পর্যন্ত ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত হয়েছে সিলেট। সিলেটের প্রায় অধিকাংশ এলাকা তখন পানিতে তলিয়ে যায়। ১৯৮৮, ১৯৯৮ বা ২০০৪ সালের বন্যার মতো অবস্থা হয়নি। তারপরও অনেক ক্ষতি হয়েছে। এবারের বন্যায় সিলেট জেলার অভ্যন্তর দিয়ে প্রবাহিত সুরমা নদীসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পায়। এখন ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবল থেকে জনজীবন ফিরেছে স্বাভাবিক দিনের মতো। ইতিমধ্যে ঘূর্ণিঝড় 'সিত্রাং' পরবর্তী ত্রাণ সরবরাহ, চিকিৎসা প্রদান, দুর্যোগ কবলিত মানুষকে সহায়তা প্রদান এবং যাবতীয় উদ্ধার কাজে সহায়তা প্রদান করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে  বিমানবাহিনী।  দেশে ২০১৯-২০২২ পর্যন্ত যেসব ঘূর্ণিঝড় হয়েছে তার প্রতিটিতেই দেশের অনেক ক্ষতি হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ফণী, আম্পান, ইয়াস, বুলবুল ইত্যাদি। এসব ঝড়ে যেমন প্রাণহানি ঘটছে, তেমনি ফসলের ক্ষতিও হয়েছে ব্যাপক। এসব ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই গত সোমবার আঘাত হেনেছে সিত্রাং। আমরা আশা করছি সিত্রাং-এ ব্যাপক ক্ষতি যেন না হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]