প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৮:১২ পিএম | অনলাইন সংস্করণ
আমতলী উপজেলার এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাসের প্রার্দুভাব দেখা দিয়েছে। গত ১৮ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। ডেঙ্গু ভাইরাস ছড়ানো এডিস মশা প্রতিরোধে উপজেলা প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না এমন দাবী সচেতন নাগরিকের। দ্রুত ব্যবস্থা না নিলে ডেঙ্গু ভাইরাস সর্বত্র ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করেছে তারা।
জানাগেছে, গত ১৮ দিনে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন রোগী ডেঙ্গু ভাইরাস জ¦রে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অধিকাংশ রোগী শহর ও গ্রামা লের। ১০ জন রোগীই চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন। হাসপাতালের তথ্য মতে প্রায় প্রতিদিনই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এডিস মশা প্রতিরোধে উপজেলা প্রশাসন কোন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে দাবী করেন সচেতন নাগরিকরা। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ডেঙ্গু ভাইরাস সর্বত্র ছড়িয়ে পরার আশঙ্কা রয়েছে। এদিকে হাসপাতালে কর্তপক্ষ দাবী করছেন ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। তারা সুস্থ্য হয়ে বাড়ী ফিরে যাচ্ছেন।
আমখোলা গ্রামের ডেঙ্গু জ¦রে আক্রান্ত কালাম মিয়া বলেন, গত পাঁচ দিন ধরে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছি। আগের চেয়ে বেশ উন্নতি হয়েছে।
আঙ্গুলকাটা গ্রামের মোঃ সেকান্দার হাওলাদার বলেন, দশ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছি।
আমতলী উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন বিশ^াস বলেন, উপজেলা প্রশাসন দ্রুত এডিস মশা নিয়ন্ত্রনে কাজ না করে ডেঙ্গু ভাইরাস উপজেলার সর্বত্র ছড়িয়ে পরছে। দ্রুত এডিস মশা নিয়ন্ত্রনে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমন খন্দকার বলেন, ইতিমধ্যে ডেঙ্গু জ¦রে আক্রান্ত ১০ জন রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। তারা সুস্থ্য হয়ে বাড়ী ফিরছেন। তিনি আরো বলেন, ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার ঔষধ পত্র হাসপাতালে পর্যাপ্ত মজুদ আছে।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, এডিস মশা প্রতিরোধে মশা নিধন যন্ত্র দিয়ে দ্রুত পৌর শহরে কার্যক্রম শুরু করা হবে। তিনি আরো বলেন, দুই এক দিনের মধ্যেই পৌর শহরের ডোবা, নালা ও ঝোপজার পরিস্কার পরিছন্ন করা হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) এসএম সাদিক তানভীর বলেন, এডিস মশা প্রতিরোধে পৌরসভার মেয়রসহ প্রত্যেক ইউনিয়ন চেয়ারম্যানদের স্ব-স্ব এলাকা পরিস্কার পরিছন্নসহ মানুষদেও সচেতন করতে বলা হয়েছে। তিনি আরো বলেন দ্রুত উপজেলা শহর পরিস্কার পরিছন্নসহ মশা নিধক যন্ত্র দিয়ে স্প্রেরে করা হবে।